রবিবার ১৮ মে ২০২৫ - ০৮:০৬
ভয়কে জয় করার কৌশল

যে জিনিস বা কাজে ভীতি, সময় নষ্ট না করে সেটা জয় করতে চেষ্টা-প্রচেষ্টার মাধ্যমে ঝাপিয়ে পড়া উচিত।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) ভয় মোকাবেলার কার্যকর কৌশল বর্ণনা করেছেন।

তিনি বলেছেন,
إِذَا هِبْتَ أَمْرًا فَقَعْ فِيهِ فَإِنَّ شِدَّةَ تَوَقِّيهِ أَعْظَمُ مِمَّا تَخَافُ مِنْهُ
যখন তুমি কোনো কাজে ভয় পাবে, তখনই সেটার মধ্যে ঝাঁপিয়ে পড়ো। কারণ যে বিষয়ে তুমি ভীত, সেটা এড়ানোর চেষ্টার যন্ত্রণা সেই ভয়ের চেয়েও বেশি কষ্টকর।

[নাহজুল বালাগা, হিকমত- ১৭৫]

বাণীর গভীর তাৎপর্য:

১. মনস্তাত্ত্বিক সত্য: ভয় আমাদের মনের তৈরি একটি বাধা, যা বাস্তবের চেয়ে বড় দেখায় 

২. ক্রিয়াশীলতার দর্শন: নিষ্ক্রিয় ভয়ে সময় নষ্ট না করে সরাসরি কাজে নামাই সমাধান 

৩. ইসলামী জিহাদের নীতি: এই বাণী আত্মিক জিহাদেরও অংশ - নিজের ভয়কে জয় করা 

প্রয়োগিক দিক: পরীক্ষার ভয়? পড়া শুরু করুন! চাকরির ইন্টারভিউ ভয়? সর্বোচ্চ প্রস্তুতি নিন। সামাজিক ভীতি? মানুষের সাথে মিশুন।

হাদিসের শিক্ষা: “ভয়ই একমাত্র শত্রু যাকে পরাজিত করলে তুমি অন্যান্য সব চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি পাবে”- এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি, ইসলাম আমাদেরকে সাহসিকতার সাথে বাস্তবতার মুখোমুখি হতে শিক্ষা দেয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha